বিপিএলে ঢাকা ক্যাপিটালের দুর্দান্ত জয়ে রেকর্ড, রাজশাহীকে ১৪৯ রানে হারাল

হ-বাংলা নিউজ:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের শুরু থেকেই ধারাবাহিক হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটাল। তবে অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে দুর্দান্তভাবে জয় পেল তারা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। তাদের রেকর্ড গড়া ২৪১ রানের উদ্বোধনী জুটির কল্যাণে ঢাকা ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। বিপিএলের ইতিহাসে এটি এখন পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ রানের স্কোর।

এই রেকর্ড গড়া ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৫.২ ওভারে মাত্র ১০৫ রানে ধ্বংস করে ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ঢাকা।

লিটন এবং তানজিদের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটাল ২৫৪ রানের রেকর্ড গড়ে দলীয় সর্বোচ্চ রান অর্জন করেছে। তাদের সেঞ্চুরির এই জুটি বিপিএলে আরও একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

এর আগে, ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্স ২৩৯ রানে জয় পেয়েছিল। সে ম্যাচে অ্যালেক্স হেলস এবং রিলি রুশো জোড়া সেঞ্চুরি করেছিলেন।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন। ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬০ গড়ে ৪২ রান তোলেন তারা। এরপর ১০ ওভারের শেষে ১১.৫০ গড়ে ১১৫ রান সংগ্রহ করে ঢাকা। ১৫ ওভারে তাদের রান দাঁড়ায় ১৭৮, আর ২০ ওভারে ২৫৪ রানে পৌঁছায়।

২৫৪ রানের পাহাড় চড়তে গিয়ে দুর্বার রাজশাহী ৯.৫ ওভারে ৬১ রান করার মধ্যে ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে একমাত্র প্রতিরোধ গড়েন জিম্বাবুয়ের রায়ান ব্রুল, যিনি ৩২ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *