এলিফ্যান্ট রোডে দুই কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে আহত, হামলার নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্বের অভিযোগ

হ-বাংলা নিউজ:

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় দুর্বৃত্তদের হামলায় দুই কম্পিউটার ব্যবসায়ী আহত হয়েছেন। আহতরা হলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক এহতেশামুল হক এবং সভাপতি ওয়াহিদুল হাসান দিপু। শুক্রবার রাতে মালটিপ্ল্যান সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা ধারণা করছেন, মার্কেটের আধিপত্য, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হামলা সংঘটিত হয়েছে। এই ঘটনার সঙ্গে ধানমন্ডি ও নিউমার্কেট কেন্দ্রিক দুটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মালটিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবক উপস্থিত ছিলেন, যাদের সবাই শীতের পোশাক পরিধান করে এবং মুখে মাস্ক দিয়ে ঢেকেছিল। হঠাৎ করে ওই যুবকরা রামদা ও চাপাতি নিয়ে একটি গাড়িতে হামলা চালায় এবং গাড়ির বাইরে থাকা আরেক ব্যক্তিকে উপর্যুপরি কোপাতে শুরু করে।

এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির (ইসিএস) সহসভাপতি মো. নজরুল ইসলাম হাজারী জানান, “রাতে আমাদের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার পরই অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়।”

দুই ব্যবসায়ী নেতার ওপর হামলার বিচার চেয়ে শনিবার দুপুর থেকে এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ীরা মার্কেট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন। তারা মার্কেটের সামনের রাস্তায় জড়ো হয়ে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দিন বলেন, “এখন পর্যন্ত জানা যায়নি কে বা কারা হামলা করেছে এবং কেন এটি ঘটেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *