হ-বাংলা নিউজ:
২০০৩ সালে যখন কেপটাউনের নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা, তখনও জন্মই হয়নি কোয়েনা মাফাকার। অথচ শুক্রবার (৩ জানুয়ারি) এই মাঠে তার টেস্ট অভিষেক ঘটলো।
১৮ বছর ২৭০ দিন বয়সে টেস্টে অভিষিক্ত মাফাকা এখন দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কমবয়সি পেসার। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে রঙিন পোশাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছেন। দুটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এবার, দীর্ঘতম ফরম্যাটে তার যাত্রা শুরু হলো।
তবে সাদা পোশাকে ঘরোয়া ক্রিকেটে মাফাকার তেমন অভিজ্ঞতা নেই। উচ্চ মাধ্যমিক পড়ুয়া এই শিক্ষার্থী এখনও মাত্র তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
এদিকে, সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায়। এই জয়ের মাধ্যমে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জায়গা করে নিয়েছে। তাই সিরিজের দ্বিতীয় টেস্টটি দক্ষিণ আফ্রিকার জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়।
