হ-বাংলা নিউজ:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৫তম ব্যাচ) ৪র্থ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ঢাকার সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকারকে সভাপতি এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এই কমিটি গঠন করা হয় শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায়।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (৩৫তম ব্যাচ) এর দপ্তর সম্পাদক আরাফাত মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাধারণ সভাটি পরিচালনা করেন বিদায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- সাংগঠনিক সম্পাদক: মোছা. আকলিমা বেগম
- কোষাধ্যক্ষ: নারায়ণগঞ্জের বন্দর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান
- দপ্তর সম্পাদক: টাঙ্গাইলের নাগরপুর ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান
