নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের মধ্যে নতুন গুড নিউজ নিয়ে জল্পনা ছড়ালেন ক্যাটরিনা কাইফ

হ-বাংলা নিউজ:

নতুন বছরের শুরুতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার বর্ষবরণ উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন শুরু হয়, অনেকেই তার পোশাক দেখে সন্দেহ প্রকাশ করেন এবং প্রশ্ন করেন—এই বছরে কি ক্যাটরিনা কাইফের জীবনে বড় কোনো সুখবর আসছে?

এদিন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাকে সাদা-কালো পলকা ডট ড্রেসে দেখা যাচ্ছে, যেখানে তিনি একটি বাগানে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “২০২৪ শেষ। ২০২৫ হাজির—হ্যাপি নিউ ইয়ার!”

এই পোস্টে অনেকেই মন্তব্য করতে থাকেন, “তবে কি ক্যাটরিনা এবং ভিকি কৌশল এই বছরেই ‘গুড নিউজ’ দেবেন?” একজন নেটিজেন লিখেছেন, “আমার মনে হয় এই বছর ছোট ভিকি কৌশল আসছে।” আরেকজন লেখেন, “পলকা ডট ড্রেস… হুম!” এবং তৃতীয়জন মন্তব্য করেন, “এই বছরই কি গুড নিউজ পাচ্ছি?” অনেক নেটিজেনদের ধারণা, পলকা ডট ড্রেস পরলে অভিনেত্রীদের গর্ভবতী হওয়ার খবর শেয়ার করা হয়ে থাকে। তবে, এটি নিছক মজা হিসেবেই মনে করছেন তারা।

অন্যদিকে, অনেকেই ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “ভিকি খুব খারাপ ছবি তোলেন,” আবার কেউ কেউ লিখেছেন, “বলিউডের অন্যতম মিষ্টি এবং গুণী অভিনেত্রী।”

এদিন শুধু ক্যাটরিনা কাইফই নয়, ভিকি কৌশলও তাদের বর্ষবরণের ছবি শেয়ার করেছেন। সেখানে তাদের পুলের ধারে বসে থাকতে দেখা গেছে।

তবে, জানিয়ে রাখা দরকার যে, ২০২৪ সালে ক্যাটরিনা কাইফের গর্ভবতী হওয়ার খবর বেশ কয়েকবার রটে ছিল, কিন্তু সেগুলি সম্পূর্ণ ভুয়া ছিল। এখন আবারও এ ধরনের জল্পনা উঠেছে, তবে ক্যাটরিনা বা ভিকি এ বিষয়ে কিছু জানাননি। ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা, রাজস্থানে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

অবশ্য ক্যাটরিনা কাইফকে শেষবার “মেরি ক্রিসমাস” ছবিতে বিজয় সেতুপতির সাথে দেখা গিয়েছিল। অন্যদিকে, ভিকি কৌশলকে আগামীতে “ছাবা” ছবিতে ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *