বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস নিজের জীবদ্দশায় তাঁর সম্পদের বেশির ভাগই দান করে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। অ্যামাজন প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর বিবিসির
বেজোস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈষম্য কমাতে তিনি তাঁর সম্পদ দান করে দেবেন।
দাতব্য কাজে নিজের সম্পদ উৎসর্গ করার প্রতিশ্রুতি না দেওয়ায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা অতীতে সমালোচিত হয়েছেন। অন্য শীর্ষস্থানীয় ধনকুবেরদের মধ্যে বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কট—সবাই নিজেদের সম্পদ দান করে দেওয়ার অঙ্গীকার করেছেন।
