যুদ্ধ সমাপ্তির সূচনা

ইউক্রেনের খেরসন শহর পুনরুদ্ধারকে ‘যুদ্ধ সমাপ্তির সূচনা’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপিরখেরসন মুক্ত হওয়ার পর গতকাল সোমবার আকস্মিকভাবে শহরটি পরিদর্শনে যান জেলেনস্কি। তিনি শহরের প্রশাসনিক ভবনে ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কথা বলেন।

 জেলেনস্কি বলেন, ‘এটি (খেরসন পুনরুদ্ধার) যুদ্ধ সমাপ্তির শুরু।’ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সামনে দীর্ঘ পথ, কঠিন পথ। কারণ, যুদ্ধ তাঁর দেশের শ্রেষ্ঠ বীরদের নিয়ে গেছে।জেলেনস্কি বলেন, তাঁরা শান্তির জন্য প্রস্তুত। তাঁরা পুরো দেশ, দেশের সব অঞ্চলে শান্তি চান।

খেরসনে জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধের মূল্য অনেক। অনেক মানুষ আহত হয়েছেন। অনেক মানুষ নিহত হয়েছেন। প্রচণ্ড যুদ্ধ হয়েছে। যার ফলে আজ আমরা খেরসন অঞ্চলে আছি।’

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সামনে কঠিন সময় রয়েছে। সামনের মাসগুলো ইউক্রেনের জন্য কঠিন হতে পারে। রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়।গত মাসে খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে ‘অন্তর্ভুক্তির’ ঘোষণা দেয় মস্কো। তারা এখন বলছে, খেরসন শহর থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হলেও তা রাশিয়ার অংশ হিসেবেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *