হ-বাংলা নিউজ:
বর্তমান সময়ের দুই মহাতারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাদের অর্জন, রেকর্ড, এবং দাপট এতটাই অসাধারণ যে এই পর্যায়ে এসে তাদের তুলনা করা প্রায় অসম্ভব। তবে, প্রশ্নটা ওঠে যখন দু’জনের মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়— মেসি না রোনাল্ডো? এই প্রশ্নে ফুটবল প্রেমীরা দু’ভাগে বিভক্ত হন।
সম্প্রতি এমন একটি প্রশ্নের মুখোমুখি হতে হয় পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডোকে। কিন্তু রোনাল্ডো হাস্যরসের মধ্যে দিয়ে সেই প্রশ্নের প্রতিক্রিয়া জানান এবং পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি জানতে চান, “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?”
এই আলাপচারিতা ঘটে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে। সোমবার, এক ভিডিওতে মিস্টার বিস্টের সাথে পেনাল্টি শট নেওয়ার সময় এমন প্রশ্ন ওঠে। ভিডিওটির শিরোনাম ছিল, ‘রোনাল্ডোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?’
ভিডিওতে দেখা যায়, রোনাল্ডো পেনাল্টি শট নেয়ার সময় গোলপোস্টে বিস্টসহ আরও তিনজন দাঁড়িয়ে আছেন গোলরক্ষকের ভূমিকায়। আর এই ভিডিওতে মিস্টার বিস্ট একটি হাস্যকর মন্তব্য করেন। তিনি তার এক বন্ধুর দিকে আঙুল দিয়ে বলেন, “নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ (GOAT) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) ‘সকার’ বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।”
বিস্কের এই মন্তব্যে রোনাল্ডো একদম নির্বিকারভাবে পাল্টা প্রশ্ন করেন, “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?” এরপর রোনাল্ডো অট্টহাসিতে মেতে উঠেন। মুহূর্তটিকে আরও মজাদার করে তোলেন তিনি, এবং পরবর্তী শটে পেনাল্টি শটও গোল করে দেখান।
ভিডিওটির পরের অংশে দেখা যায়, মিস্টার বিস্ট রোনাল্ডোর কাছে সিউ (CR7-এর বিশেষ গোল উদযাপন) করতে শেখার অনুরোধ করেন। রোনাল্ডো সিউ উদযাপনটি করে তাকে দেখান, যা দর্শকদের জন্য একটি মজাদার মুহূর্ত হয়ে ওঠে।
এই হাস্যরসাত্মক আলাপচারিতায় ফুটবল দুনিয়ার দুই কিংবদন্তির মধ্যে পুরোনো বিতর্কটি নতুন করে আলোচনায় আসে, তবে সবই ছিল বন্ধুত্বপূর্ণ মেজাজে।
