হ-বাংলা নিউজ:
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি সরকার ফেরত আনতে পারে, তাহলে তার বিরুদ্ধে বিচার সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
মঙ্গলবার, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, “আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে। তাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে যথাযথ চেষ্টা করা হচ্ছে। সরকার যদি তাকে ফেরত আনতে সক্ষম হয়, তবে তার বিরুদ্ধে বিচার আরও সুষ্ঠু ও সফলভাবে হতে পারবে।”
এ সময়, পররাষ্ট্র উপদেষ্টা জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
