হ-বাংলা নিউজ: বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সাম্প্রদায়িকতার উসকানি দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সদা সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের উদ্দেশে বলব, ভারতের বিরুদ্ধে শুধু হুংকার দেওয়া যথেষ্ট নয়। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত যে সুনির্দিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়ন করছে, সেগুলো বন্ধ করতে হবে।
শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা শুরু হওয়ার আগে এসব কথা বলেন অধ্যাপক আনু মুহাম্মদ।
‘৭১ থেকে ২৪ বিজয়ের লড়াই: ৫৩ বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা’ নামে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি পদযাত্রার আয়োজন করে, যা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বাহাদুর শাহ পার্কের উদ্দেশে শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, অনেকেই ভারত বিরোধী মন্তব্য করছেন, তবে রামপাল বিদ্যুৎকেন্দ্র, যা বাংলাদেশের জন্য বিপজ্জনক, সেটি বাতিল করার কথা বলছেন না। আমরা এ বিদ্যুৎকেন্দ্র বাতিল করার দাবি জানাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা রাশিয়ার অর্থায়নে হচ্ছে, তা ভারতীয় ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে। এতে ভারতের আধিপত্য রয়েছে। এই ভয়ঙ্কর প্রকল্পও বাতিল করার দাবি জানাই। তিনি সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, দেশের কোনো সংখ্যালঘু বা মানুষ যেন নিপীড়নের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মব ভায়োলেন্স ও জোরজবরদস্তি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
