প্রশাসনকে আরও গতিশীল হতে হবে, বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ

হ-বাংলা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রশাসনকে তাদের কাজ আরও গতিশীল করতে হবে এবং সেবার মান বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে আরও সচেষ্ট হতে হবে। তিনি বলেন, প্রশাসন যত দ্রুততার সঙ্গে কাজ করবে, ছাত্ররা তাদের আরও বেশি সহায়তা করবে। যদি কোনো বাধার সম্মুখীন হয়, তারা প্রশাসনের পাশে থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবসময় গণমানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার নবাগত ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, সমাজ সেবা অফিসার নাছির উদ্দিন, কৃষি অফিসার বানিন রায়, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র, শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, মৎস্য অফিসার শুভ্রত গোস্বামী।

পরে তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “আমরা আপনাদের পাশে আছি। আপনাদের অধিকার রক্ষার পাশাপাশি আপনাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে উন্নয়ন বরাদ্দ দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হবে। আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।”

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, তিনি উপজেলার বিভিন্ন মন্দির, শ্মশান ও সড়ক উন্নয়নে সরকারের কাছে সুপারিশ করবেন। তিনি দেবিদ্বার রেয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এবং মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সভায় ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাদির যারিফ সিক্ত, কাজী নাছির, নাজমুল হাসান নাহিদ, শরিফুল ইসলাম, সরকার সাকিব, রাফসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *