ব্রিসবেন টেস্টে বুমরাহর অসাধারণ কৃতিত্ব, কপিল দেবকে টপকে নতুন নজির গড়লেন

হ-বাংলা নিউজ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে দুর্দান্ত একটি ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে কিংবদন্তি কপিল দেবকে টপকে এক নতুন নজির স্থাপন করেছেন বুমরাহ।

অস্ট্রেলিয়ার মাটিতে উইকেট শিকারির ক্ষেত্রে এতদিন ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন কপিল দেব, যিনি ১১ টেস্টে ৫১টি উইকেট নিয়েছিলেন। কপিল দেবকে টপকাতে বুমরাহর দ্বিতীয় ইনিংসে দরকার ছিল ২ উইকেট। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়ে তিনি অনায়াসে কপিল দেবকে পেছনে ফেলেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে, যিনি ১০ টেস্টে ৪৯টি উইকেট শিকার করেছেন।

প্রসঙ্গত, বৃষ্টির কারণে বিঘ্নিত ব্রিসবেন টেস্টটি শেষ পর্যন্ত ড্র ঘোষণা করা হয়েছে। এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্তমানে ১-১ সমতায় অবস্থান করছে, যা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন করে তুলেছে।

অস্ট্রেলিয়ায় শীর্ষ ভারতীয় উইকেট শিকারির তালিকা:

১. জাসপ্রীত বুমরাহ
ম্যাচ: ১০
উইকেট: ৫৩

২. কপিল দেব
ম্যাচ: ১১
উইকেট: ৫১
গড়: ২৪.৫৮

৩. অনিল কুম্বলে
ম্যাচ: ১০
উইকেট: ৪৯
গড়: ৩৭.৭৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *