হ-বাংলা নিউজ: প্রতিটি ক্রিকেটারের জন্য সবচেয়ে মূল্যবান তার ক্রিকেট সামগ্রী, বিশেষ করে একটি ভালো মানের ব্যাট, যা সকলের চাহিদার শীর্ষে। তবে নানা কারণে বাংলাদেশে ক্রিকেটাররা ভালো মানের ব্যাট পেতে ব্যর্থ হন, বিশেষ করে তরুণদের জন্য এটি স্বপ্নের মতো। তবে বাংলাদেশ যুব এশিয়া কাপজয়ী দলের সেই স্বপ্ন সত্যি করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
ভারতকে হারিয়ে গত সপ্তাহে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। তাদের সাফল্যে পুরো দেশ আনন্দিত। এমন ক্রিকেটারদের উৎসাহিত করতে তামিম তাদের জন্য বিশেষ উপহার হিসেবে সি এ কোম্পানির ভালো মানের ব্যাট প্রদান করেছেন।
এটি নতুন কিছু নয়, কারণ তামিম প্রায়শই নারী ক্রিকেটার এবং বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের উপহার হিসেবে ব্যাট দেন। এবারও তিনি সেই উদাহরণ সৃষ্টি করলেন।
এছাড়া, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে এখনও বিসিবি সভাপতি ফারুক আহমেদের দেখা হয়নি। তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। দেশে ফিরে তিনি ক্রিকেটারদের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করবেন।
