পুষ্পা-২ সিনেমার প্রিমিয়ারে নারী নিহত, পুলিশের হেফাজতে আল্লু অর্জুন

হ-বাংলা নিউজ:  প্রায় ৩ বছরের প্রতীক্ষার পর ২০২৩ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা-২। এই সিনেমার জন্য শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বেই সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

তবে মুক্তির আগের দিন ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা, যার কারণে অপেক্ষিত আনন্দ বিষাদে পরিণত হয়। এমনকি সিনেমার হিরো আল্লু অর্জুনকে বাস্তব জীবনে পুলিশি হেফাজতে যেতে হয়।

কী ঘটেছিল সেই রাতে?

ঘটনাটি ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা সিনেপ্লেক্সের প্রিমিয়ার শো নিয়ে। সিনেমাটি দেখার জন্য এক নারী তার সন্তান নিয়ে সিনেপ্লেক্সে প্রবেশ করতে চাচ্ছিলেন, কিন্তু তিনি সিনেমাটি শেষ করতে পারেননি। তবে, নারীর মৃত্যুর সঙ্গে নায়কের কী সম্পর্ক?

উত্তরটি হলো, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সিনেমা হলে পরিদর্শন করতে আসেন আল্লু অর্জুন। সাধারণত, অভিনেতারা তাদের সিনেমার চলাকালে দর্শকদের মতামত জানার জন্য বা দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে হল পরিদর্শন করেন। তবে, তার আগমনের বিষয়ে পূর্ব সতর্কতা বা ঘোষণা ছিল না।

হঠাৎই সিনেপ্লেক্সে এসে ১৫-২০ মিনিট বাইরে দাঁড়িয়ে থাকেন আল্লু। এই সময়েই ভক্তদের উত্তেজনা তুঙ্গে পৌঁছায়, এবং তারা তাকে দেখতে আসেন। এর ফলে, নিরাপত্তা বাহিনীকে ঠেলে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পুলিশ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন না থাকায়, অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে মৃত্যু হয় ওই নারীর।

এ ঘটনায় সিনেমার হিরো আল্লু অর্জুনকে পুলিশের হেফাজতে নেয়া হয় এবং পরিস্থিতি তদন্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *