হ-বাংলা নিউজ: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিব আল হাসানকে তার বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে তারা, বলে জানিয়েছে বিবিসি।
চলতি বছর ইংলিশ কাউন্টি ক্লাব সারের হয়ে একটি ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেছিলেন সাকিব। তবে ম্যাচের পর তার বোলিং অ্যাকশনের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের আম্পায়াররা। এরপর ইসিবি সিদ্ধান্ত নেয় যে, সাকিবকে পরবর্তী ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে তার বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে।
ইএসপিএন ক্রিকইনফো’র প্রতিবেদনে জানানো হয়, বোলিং অ্যাকশনের ব্যাপারে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতে সাকিব ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে একটি স্বাধীন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেখানে তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকিবের বোলিংয়ের সময় তার হাত ১৫ ডিগ্রির বেশি ঘুরেছে, যা ইসিবির বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধির পরিপন্থি।
সাকিবের বোলিং নিষিদ্ধ করার বিষয়ে ইসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, “বোলিং অ্যাকশনের পুনর্মূল্যায়নের আগপর্যন্ত সাকিব ইসিবির কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না।”
