হ-বাংলা নিউজ: ভারতের কোস্টগার্ডের হাতে আটক ৭৯ জন জেলে-নাবিককে এবং তাদের দুটি ট্রলার ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে। বুধবার, পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে, যাতে বাংলাদেশের কোস্টগার্ডের একটি প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক জেলে-নাবিকদের জন্য ‘কনস্যুলার অ্যাকসেস’ (দূতাবাসের মাধ্যমে সহায়তা) প্রদান করার আবেদন জানানো হয়েছে। ‘কনস্যুলার অ্যাকসেস’ মানে হলো, বিদেশে আটক কোনো নাগরিককে সহায়তা করার জন্য তার সঙ্গে দেখা করার সুযোগ প্রদান করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো কোস্টগার্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৯ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের দুটি মাছ ধরার ট্রলার আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের (আইএমবিএল) কাছাকাছি এলাকায় মাছ ধরার সময় আটক করে। বাংলাদেশের কোস্টগার্ড ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করার পর তারা ট্রলার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এ ঘটনার পর বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কর্তৃপক্ষকে ট্রলার দুটি ফেরত দেওয়ার অনুরোধ জানায়। তবে ভারতের কোস্টগার্ড জানায়, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু এরপর আর কোনো তথ্য জানানো হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, আটক দুটি ট্রলার বর্তমানে ভারতের ওডিশা রাজ্যের পারাদ্বীপ বন্দরে রয়েছে।
এদিকে, মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছে যে, ভারতের কোস্টগার্ড সোমবার (৯ ডিসেম্বর) খুলনার হিরণ পয়েন্ট এলাকার কাছাকাছি স্থান থেকে দুটি ট্রলারসহ ৭৯ জন জেলে ও নাবিককে আটক করে নিয়ে যায়।
