বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বাংলাদেশ আইন সমিতির মতবিনিময় সভা

হ-বাংলা নিউজ: 

অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের আওতায় গঠিত কমিশনসমূহের মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কমিশনের সঙ্গে গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে বাংলাদেশ আইন সমিতি এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সমিতির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।

বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্যগণ মাসদার হোসেন, তানিম হোসেন শাওন, কাজী মাহফুজুল হক সুপণ এবং আরমান হোসাইন সভায় উপস্থিত থেকে প্রস্তাবগুলো গ্রহণ করেন।

সভাটি পরিচালনা করেন বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

মতবিনিময় সভায় বাংলাদেশ আইন সমিতির পক্ষ থেকে আইসিটি ট্রাইবুনালের প্রসিকিউটর সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক সিনিয়র জেলা জজ ড. শাহজাহান সাজু, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ নাঈম, সাবেক ডিএজি এবিএম ওয়ালিউর রহমান খান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল্লাহ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূইয়া, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট, অ্যাক্টিভিস্ট ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়্যেদ আব্দুল্লাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় বিচার বিভাগ সংস্কারের বিষয়ে বিভিন্ন বাস্তবভিত্তিক প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা আইনাঙ্গনের বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে বিশ্লেষণ করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল— পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠন, সুপ্রীম কোর্ট এবং অধস্তন আদালতের কেস ম্যানেজমেন্ট সংস্কার, বিচারকদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পিপি ও জিপিদের সম্মানী বৃদ্ধি, প্রশাসনিক ট্রাইবুনাল প্রতিষ্ঠা এবং সুপ্রীম কোর্টে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে বারের সঙ্গে সম্পর্কিততা নিশ্চিত করা।

এছাড়া, ভূমি ব্যবস্থাপনায় বিচারিক আদালতের এখতিয়ার বৃদ্ধির মতো অন্যান্য বাস্তবভিত্তিক প্রস্তাবও তুলে ধরা হয়। প্রস্তাবগুলো লিখিত আকারে কমিশন সদস্যদের কাছে দাখিল করা হয়েছে।

সভায় উপস্থিত বিশিষ্ট আলোচকগণ, আইনের শিক্ষকবৃন্দ, বিচারকবৃন্দ, আইনজীবী, তরুণ আইন ছাত্র-ছাত্রী এবং অন্যান্য পেশাজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *