হ-বাংলা নিউজ: দেশের বিভিন্ন এলাকার দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের সমন্বয়ে এক আলোচনা সভা ৩০ নভেম্বর ২০২৪ ইং রোজ শনিবার ঢাকার পুরানা পল্টন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ আলোচনা সভায় আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তর আলোচনা হয়৷ পরে সংগঠনকে গতিশীল করতে সর্বসম্মতিক্রমে দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল খান কে সভাপতি, সাপ্তাহিক গ্রামীণ আলো পত্রিকার সম্পাদক মাজেদুর রহমান সিনিয়ার সহসভাপতি দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমানকে সাধারন সম্পাদক, দৈনিক একুশের আলো পত্রিকার সম্পাদক সেলিম পারভেজ যুগ্ম সম্পাদক এবং খুলনার সময়ের খবর পত্রিকার সম্পাদক তরিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট অঞ্চলিক সম্পাদক পরিষদ এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়৷ পরবর্তীতে দেশের সকল আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে যোগাযোগ করে বিরাজমান সমস্যা সমাধানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় সভা থেকে৷
সুপ্রিয়,
সম্পাদক/ বার্তা সম্পাদক
জনাব উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি৷
বার্তা প্রেরক
(মো: জামাল উদ্দিন মীর)
দপ্তর সম্পাদক আঞ্চলিক সম্পাদক পরিষদ
ঢাকা৷
