হ-বাংলা নিউজ:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমে গেছে এবং এটি পুনরুদ্ধার করা প্রয়োজন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নির্বাচনী রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো আলোচনা হয়নি।”
অপরদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, “বিগত নির্বাচনগুলোতে অনিয়ম হয়েছে এবং দুর্ভাগ্যবশত, আগের নির্বাচন কমিশন ক্ষমতার যথাযথ ব্যবহার করেনি। তাই নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।” বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে এক বৈঠকের পর তারা এসব কথা বলেন।
বুধবার বিকাল ৩টায় শুরু হওয়া এই বৈঠক প্রায় ৫টা পর্যন্ত চলেছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ড. বদিউল আলম মজুমদার জানান, “নির্বাচন কমিশন এবং তাদের দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত, আদালতের ভূমিকা, হলফনামা, না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ভোট, ভোটার তালিকা, নির্বাচনী অপরাধ, এনআইডি-সহ নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।”
সংস্কার কমিশনের প্রতিবেদনে কী কী সুপারিশ থাকবে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। কিছু বিষয় চিহ্নিত করেছি এবং এগুলো নিয়ে আলোচনা চলছে। আমাদের কাছে এক মাস সময় রয়েছে, আশা করছি এক মাসের মধ্যে আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে পাঠাবো। আমরা নির্বাচন কমিশনের কিছু মতামতও চেয়েছি এবং তারা শেয়ার করতে চাইলে সেটা করবে।”
কমিশনের কাজের জন্য কোনো রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। আমাদের মূল লক্ষ্য ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, এবং সেই লক্ষ্য পূরণে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অতীতের অভিজ্ঞতাগুলোও বিবেচনা করা হবে।”
