হ-বাংলা নিউজ:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন। বিশেষ করে, তিনি তার ভক্তদের কাছে কখনোই কোনো কিছু আড়াল করেন না, যার ফলে ভক্তদের মধ্যে তার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
পরীমনি তার ব্যক্তিজীবনে একাধিক প্রেম এবং বিয়ে করেছেন। তিনি সঙ্গী পালটে বারবার থামেননি, যা সবার কাছেই পরিচিত। এবার, এক সাক্ষাৎকারে পরী তার জীবনের প্রথমের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পরী তার জীবনের প্রথমের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরী জানান, জীবনের প্রথম দিনে যদি কিছু খারাপ ঘটে, তবে তার কোনো আবেগ কাজ করে না, কিন্তু যদি কিছু ভালো হয়, তবে তা সারাজীবন স্মৃতিতে থাকে।
এ সময় পরীকে তার প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তির অনুভূতি সহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। প্রায় সব প্রশ্নের উত্তর অকপটে দেন তিনি।
প্রথম ক্রাশ নিয়ে পরী বলেন, ‘ক্রাশ! রণিত রায়।’ পরীমনি সম্ভবত ভারতীয় অভিনেতা রণিত রায়ের কথা বলেছেন, যিনি ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ চরিত্রের জন্য পরিচিত।
পরবর্তী প্রশ্ন ছিল, তার প্রথম প্রেম কখন ছিল, পরী জানান, ‘২০১৪!’ তবে তার বয়স সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সিনেমায় আসার পর প্রেমের সম্পর্ক ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ওই কাছাকাছি সময়ে আরকি।’
এছাড়া, পরী তার জীবনের প্রথম আয় সম্পর্কে জানান, তা ছিল ২১ হাজার টাকা।
প্রথম সিনেমা মুক্তির অনুভূতি নিয়ে পরী বলেন, ‘ওটা ছিল অন্যরকম এক জোশ। আমি তখন আউটডোর শ্যুটিংয়ে ছিলাম, শাকিব খান আমার সহঅভিনেতা ছিলেন। সিনেমা মুক্তির সময় শাকিব খান আমাকে প্রশ্ন করেছিলেন, “কেমন লাগে, হিরোইন? আজ থেকে তুমি হিরোইন।” হাসতে হাসতে এসব স্মৃতি শেয়ার করেন পরী।’
পরীমনি আরও বলেন, ‘তখন হার্টবিট বেড়ে গিয়েছিল, ভাবছিলাম কবে আমি বড় পর্দায় দেখব, কবে ঢাকায় আসব! সব মিলিয়ে এক অদ্ভুত ভালোলাগা, এক্সাইটমেন্ট এবং নার্ভাসনেস ছিল, এটুকুই!’
