হ-বাংলা নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ছাত্রদল বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার। এর পর থেকে হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী মাহমুদুল হাসান আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি ভয় পাচ্ছেন, যেকোনো স্থানে তাকে হত্যা করা হতে পারে। মাহমুদুল হাসানের বড় ভাইকে ২০২১ সালে দুর্বৃত্তরা হত্যা করেছিল।
এ ঘটনায় ২৫ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহমুদুল হাসান। জিডি নম্বর ১৬১০। এছাড়া বিএনপি মহাসচিব এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগে মাহমুদুল হাসান উল্লেখ করেছেন, “সোহেল শাহরিয়ার নিজেকে কখনো যুবদল কেন্দ্রীয় সংসদের সদস্য, কখনো ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। সম্প্রতি, আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত এবং সাবেক প্রধানমন্ত্রীর সহকারী সচিব হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ ব্যক্তি আনিসুর রহমান সোহাগের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠলে, সোহেল শাহরিয়ার তাকে রক্ষা করতে সক্রিয় হন এবং নিজের পদ ব্যবহার করে বিভিন্ন লোককে হুমকি দেন।”
এ ঘটনায় ৩০ নভেম্বর সোহেল শাহরিয়ারকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল বরিশাল শাখা থেকে বহিষ্কার করা হয়েছে। এই তথ্য একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যা সই করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
মাহমুদুল হাসান যুগান্তরকে বলেন, “আমাদের কাছে আনিসুর রহমান সোহাগ নামের এক ব্যক্তির জাল সনদ নিয়ে কিছু অভিযোগ এসেছিল। আমি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে সঠিক তদন্তের জন্য অনুরোধ করেছিলাম। এর পরেই সোহেল শাহরিয়ার আমাকে প্রাণনাশের হুমকি দেন।”
তিনি আরও বলেন, “এখন আমি আতঙ্কে আছি। সোহেল শাহরিয়ার জানিয়েছে, আমাকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় পেলেই মেরে ফেলবে।”
এই অভিযোগ সম্পর্কে জানতে সোহেল শাহরিয়ারকে মঙ্গলবার একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং একপর্যায়ে ফোন কেটে দেন।
