আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ

হ-বাংলা নিউজ:  বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন ২১ নভেম্বর এ আদেশ প্রদান করেন।

এই আদেশে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।

দুদক আদালতকে জানিয়েছে, আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা প্রায় ১৪৩ কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংক লেনদেনের সঙ্গে জড়িত। এ ছাড়া, তাদের বিদেশে থাকা সম্পদ, বিনিয়োগ ও ব্যাংক হিসাবের তথ্যও দেওয়া হয়েছে, তবে এ বিষয়গুলোর টাকার পরিমাণ দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

দুদক দাবি করছে, আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যরা বিদেশে অর্থ পাঠানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি।

আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে যে অভিযুক্তরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন। সেই ঋণের একটি অংশ বিদেশে পাচার করে সম্পত্তি কিনেছেন এবং বিনিয়োগ করেছেন।

দুদক আদালতকে জানিয়েছে, আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের আট সদস্য বিভিন্ন দেশে মোট ১৯টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন।

উল্লেখ্য, ঢাকার আদালত ২১ অক্টোবর আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে, ৬ অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *