ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস

হ-বাংলা নিউজ: 

ডিসেম্বর মাসে বাংলাদেশে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগর ও তার আশপাশে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস জানিয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, পুরো মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এবং একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া, ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে দিতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

দেশজুড়ে কুয়াশার পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়েছে, এই মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, আর অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রধান নদ-নদীর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকতে পারে।

উল্লেখযোগ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এর কারণে শনিবার (৩০ নভেম্বর) রাতে ভারত ও শ্রীলংকায় কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *