অপকর্মে জড়িত কর্মকর্তাদের প্রতি কোনো অনুকম্পা দেখানো হবে না: বিএএসএ

হ-বাংলা নিউজ: বিগত স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে যেসব কর্মকর্তা নানা অপকর্মে লিপ্ত ছিলেন, তাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা প্রদর্শন করা হবে না। আমলাতন্ত্রের পেশাদারিত্ব ভুলে গিয়ে তারা তৎকালীন রাজনীতিবিদদের সঙ্গে একাত্ম হয়ে ব্যাপক দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর ফলে তারা কোনো ধরনের সহানুভূতির যোগ্য নন।

শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) পক্ষ থেকে এক বিবৃতিতে এসব দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, অপকর্মে জড়িত কর্মকর্তারা আমলাতন্ত্রের পেশাদারিত্ব ভুলে গিয়ে ক্ষমতা ও আর্থিক লাভের জন্য রাজনীতির সঙ্গে আঁতাত করেছেন। তারা শুধু অর্থের প্রাচুর্য গড়েননি, বরং প্রশাসনের মধ্যে একটি স্বার্থান্বেষী ও দলদাস আমলা গোষ্ঠী তৈরি করেছেন। এর ফলে পুরো প্রশাসনের মধ্যে দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব আমলাতন্ত্রের ওপর কালিমা লেগেছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চিহ্নিত এসব কর্মকর্তার বিরুদ্ধে বর্তমান সরকারের নেওয়া আইনানুগ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণকে সমর্থন জানায় এবং তা প্রয়োজনীয় বলে মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *