হ-বাংলা নিউজ: খায়রুজ্জামান মামুন, আমেরিকার বিশেষ হলিডে “থ্যাংকস গিভিং ডে” উপলক্ষে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় সংগঠন ইউ এস বাংলা এসোসিয়েশন আয়োজন করেছিল খাবার বিতরণ কর্মসূচির।

এর অংশ হিসেবে নিম্ন আয়ের/ অসামর্থ মানুষদের মাঝে থ্যাংকস গিভিংয়ের মেন্যুতে পরিবেশিত হয় এমন বিশেষ খাবার বিতরনের জন্য বিভিন্ন ধরনের শুকনা, মিষ্টি জাতীয় খাবার সিটি অব করুনার “ইনল্যান্ড ভিনিয়ার্ড” চার্চ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউ এস বাংলা এসোসিয়েশনের সভাপতি জনাব ইফতেখার মাহমুদ, সাধারণ সম্পাদক জনাব নিজাম ইসলাম, উপদেষ্টা জনাব আহসান হক দিপু, জনাব সজীব ইফতি এবং বোর্ড অব ডিরেক্টর জনাব খায়রুজ্জামান মামুন।

উল্লেখ্য, ইউ এস বাংলা এসোসিয়েশান মুলত একটি জনকল্যাণ মুলক ও সমাজসেবা কার্য পরিচালনাকারী একটি সংগঠন।

সময়ের পরিক্রমায় উক্ত সংগঠনটি সমসাময়িক চাহিদার উপর ভিত্তি করে আমেরিকা ও বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ইতিমোধ্যে স্থানীয় প্রবাসীদের মোধ্য প্রশংসিত হয়েছে।

ইউ এস বাংলা এসোসিয়েশানের নেতৃবৃন্দ হলিউড বাংলাকে বলেন, আগামী দিনে তাদের এই দাতব্য কার্যক্রম কমিউনিটির সম্মানিত বাসিন্দাদের সহায়তায় আরো জোড়ালো এবং ব্যাপক আকারে পরিচালনা করে সমাজ ও দেশের কল্যাণে ভুমিকা রাখতে সচেষ্ট হবে।
