হ-বাংলা নিউজ: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন ওএইচসিএইচআর-এর সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা, যিনি দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।
এ সময়, প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আইজিপির সঙ্গে আলোচনা করেন এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে, আইজিপি বাহারুল আলম স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যা জনগণকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ প্রদান করবে। এছাড়া, তিনি পুলিশের সদস্যদের মনোবল বাড়ানোর লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলির কথা উল্লেখ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার জন্য ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
