হ-বাংলা নিউজ: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন সম্পন্ন হয়েছে এবং এখন ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে সরকার। শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে অনুষ্ঠিত এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, নির্বাচনী কমিশনের সদস্যরা অত্যন্ত অভিজ্ঞ এবং আশা করা যায় তারা একটি সুষ্ঠু এবং সঠিক নির্বাচন পরিচালনা করতে পারবেন। পাশাপাশি, তিনি বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে এবং বিদেশি পর্যটকরা বাংলাদেশে সম্পূর্ণ নিরাপদে আসতে পারবেন।

বেসরকারি উদ্যোগে আয়োজন করা এই মেলা নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, এই মেলায় গ্রামীণ মেলার আমেজ পেয়েছেন তিনি। এ ধরনের মেলায় বিদেশি অতিথিরা অংশ নেন এবং তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য দেখতে আসেন। মেলাগুলো দেশের সাংস্কৃতিক পরিচিতি তুলে ধরার একটি বড় সুযোগ এবং এটি পর্যটন শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেন্টমার্টিনে পর্যটন সম্পর্কিত বিধিনিষেধ নিয়ে উপদেষ্টা মন্তব্য করেন, সেন্টমার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং প্রত্যেক স্থানের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা রয়েছে। তিনি বলেন, যদি ১০ বেডের হোটেলে ৩০ জন অতিথি থাকে, তবে পরিবেশ ও সেবা ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত পর্যটকের কারণে দ্বীপের অনেক ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি সীমিত রাখতে তার ধারণক্ষমতার মধ্যে পর্যটন পরিচালনা করা প্রয়োজন।
এছাড়াও, প্লাস্টিকের কারণে প্রবালের ক্ষতির বিষয়ে তিনি বলেন, যদি এটি অব্যাহত থাকে এবং বর্তমানে এটি এক সংকটময় অবস্থায় পৌঁছেছে, তবে প্রথমে সীমিত করা এবং পরে অর্থব্যয় করে পরিষ্কার করা প্রয়োজন। সেন্টমার্টিনকে রক্ষা করতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৭ নভেম্বর থেকে শুরু হয়ে শনিবার শেষ হবে। ঢাকার আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় আসবাব, ক্রোকারিজ, কসমেটিকস, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিকসহ নানা ধরনের পণ্যের স্টল অংশ নিয়েছে।
