মাধুরী দীক্ষিতের রূপচর্চার রহস্য: ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে রাখেন নিজেকে তরুণ

হ-বাংলা নিউজ: বলিউডের মেগাস্টার মাধুরী দীক্ষিতের নতুন ছবি ভুলভুলাইয়া ৩ মুক্তি পেয়েছে। তার ‘আমি যে তোমার’ গানের সঙ্গে নাচের তালে তালে সিনেমাপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি। বয়সের এই ধাক্কায় যেখানে অনেকের রূপ-গ্লানির ছাপ স্পষ্ট হয়ে ওঠে, সেখানে মাধুরী দীক্ষিত তার ৫৭ বছর বয়সেও নিজের রূপ এবং প্রাণবন্ততা বজায় রেখেছেন, যা অনেক পুরুষের হৃদয়ে দোলা দেয়। এবার সেই রূপচর্চার রহস্য নিজেই ফাঁস করলেন মাধুরী।

২০২৩ সালের মে মাসে ৫৭ বছরে পা রেখেছেন মাধুরী দীক্ষিত, তবে তাকে দেখলে মনে হয় তিনি এখনও তরুণী। তার মসৃণ ত্বকে বয়সের কোনো দাগ দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে ঘরোয়া উপকরণ ব্যবহার করে নিজেকে ফ্রেশ এবং তরুণ দেখাতে সাহায্য করেন।

মাধুরী বলেন, এমন অনেক দিন আসে, যখন ত্বক কিছুটা ক্লান্ত লাগে এবং চোখের নিচে একটু অন্ধকারের ছাপ পড়ে। তখন তিনি দুধ এবং শসা ব্যবহার করে ত্বকে ফিরিয়ে আনেন জেল্লা।

প্রথমে শসাগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিন। এরপর শসার টুকরোগুলো দুধে ডুবিয়ে রেখে ফ্রিজে রাখুন। এক ঘণ্টা পর, এই শসার টুকরোগুলো দিয়ে মুখে ভালো করে ঘষুন।

এ ফেসপ্যাকের উপকারিতা জানালেন মাধুরী। শসায় ৯৬% পানি থাকে, যা ত্বককে নরম এবং তুলতুলে করে। শসার রসের ভিটামিন এবং মিনারেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং মসৃণতা ফেরায়। ত্বকে শসার রস নিয়মিত ব্যবহারে ত্বক তেলতেলে ভাব কমে এবং মুখ পরিষ্কার থাকে।

অন্যদিকে, দুধের ময়েশ্চারাইজিং গুণাবলী ত্বকের জন্য অসাধারণ। দুধে উপস্থিত ভিটামিন ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে, এবং এটি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকের জন্য দুধ একটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। কাঁচা দুধে থাকা বিটা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে সতেজ রাখে।

এভাবে মাধুরী দীক্ষিত তার ত্বকের যত্ন নেন এবং বয়সকে যেন হার মানিয়ে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *