Title: ফ্যাসিবাদ নির্মূল করতে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে: আদিলুর রহমান খান

হ-বাংলা নিউজ: ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল করার জন্য তার অনুসারীদেরও প্রতিহত করতে হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়ে যায়নি। তাদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই আমাদের তাদের প্রতিহত করতে হবে।” এই সময়, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হতাশ না হয়ে, আপনাদের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *