হ-বাংলা নিউজ: আজ সকালে প্রেস ক্লাবে “নতুন বাংলাদেশ: তত্ত্বাবধায়ক সরকারের শতদিন – সাফল্য ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে প্রফেসর কে আলী ফাউন্ডেশন। সেমিনারটির সভাপতিত্ব করেন প্রফেসর ড. শেখ আকরাম আলী এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. রমিত আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইজিপি নুরুল হুদা।
সেমিনারে বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সালজার রহমান, ব্রিগেডিয়ার জেনারেল ফারিদ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, গণঅধিকার পরিষদের ফরুক হাসান, ড. ফয়জুল হক, ড. মিজানুর রহমান, ড. তারেক চৌধুরী, ড. আবদুল মালেক ফারাজী, লেফটেন্যান্ট কর্নেল ফারিদুল আকবর, লেফটেন্যান্ট কর্নেল আয়ুব, প্রকৌশলী রেজাউল করিম এবং প্রকৌশলী এনামুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোর সঠিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, ন্যূনতম সংস্কারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা জরুরি।
প্রফেসর ড. শেখ আকরাম আলী তার বক্তব্যে বিশেষ করে বিএনপি এবং জামায়াতের ঐক্যের ওপর জোর দেন এবং সতর্ক করেন যে, তাদের মধ্যে ঐক্য ছাড়া বিপ্লবের সাফল্য কঠিন হবে। তিনি সরকারকে যেকোনো পাল্টা বিপ্লব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।
সেমিনারের শেষে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মী ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।
