হ-বাংলা নিউজ: নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ১৪ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেন এবং স্হানীয় সময় ১৬ নভেম্বর শনিবার সকাল ঢাকায় পৌছান। সেলিম রেজা ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী। ঝালকাঠি তথা বৃহত্তর বরিশালের হাজার হাজার নেতাকর্মী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনাব সেলিম রেজা বিমানবন্দর থেকে হাজার হাজার নেতাকর্মী র গাড়ী বহর নিয়ে চলে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাতে।
এদিকে ১৪ নভেম্বর সন্ধ্যায় জে এফ কে বিমানবন্দরে সেলিম রেজাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন- নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাছির, সাবেক সদস্য কামাল হাওলাদার, আব্বাস উদ্দিন, ফারদিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা রাকিব এবং নাজমুল।
জনাব সেলিম রেজা তিন সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে নিজ এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করবেন।
উল্লেখ্য জনাব হাবিবুর রহমান সেলিম রেজার অবর্তমানে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
(প্রেস বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরক- মোহাম্মদ সোহরাব হোসেন
