হ-বাংলা নিউজ: চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তারা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর মধ্যে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বেশিরভাগ সদস্যই এই সিরিজে অংশ নিচ্ছেন, ফলে শক্তিশালী একটি দল ঘোষণা করেছে বিসিবি।
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আগামী ২২ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবে। প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর মিরপুরেই হবে।
বাংলাদেশ দল
অধিনায়ক: নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক: নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
