যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘নূর হোসেন দিবসে’ আওয়ামী লীগের সমাবেশ এবং অন্যান্য বিষয়ে জবাব

হ-বাংলা নিউজ:  বাংলাদেশের আওয়ামী লীগের ‘নূর হোসেন দিবসে’ সমাবেশ আয়োজন এবং সেটিতে বাধা প্রদান, দেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিক্রিয়া জানায়। এসব প্রশ্ন একটি ভারতীয় নারী সাংবাদিক প্রেস ব্রিফিংয়ের সময় করেন।

স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস ব্রিফিংয়ে এসব প্রশ্নের জবাব দেন।

ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, “শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের ওপর সংঘবদ্ধ হামলার আশঙ্কার খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের আটক করা এবং তাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব আবারও দেশের পরিস্থিতি পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারে। আমরা জানি, ভেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছেন।”

এ বিষয়ে প্রশ্ন করা হলে মিলার বলেন, “বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কী আলোচনা হয়েছে, তা আমি এখানে জানাতে পারব না। তবে আমরা বাংলাদেশের সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, যেমন আমরা বিশ্বের অন্য দেশের সঙ্গে করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করি এবং চাই না যে, সরকার কোনভাবেই শান্তিপূর্ণ আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক।”

এছাড়া, ওই ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার বিষয়ে আপনার কিছু মতামত আছে কি?” উত্তরে মিলার বলেন, “আমি এই বিষয়টি টুকে রাখব এবং দেখি, আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলার আছে কিনা।”

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *