হ-বাংলা নিউজ: প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে এমন কথা বলেননি। তিনি জানান, কিছু সংবাদমাধ্যম পুরো বিষয়টি সঠিকভাবে না বুঝে শুধুমাত্র হেডলাইন তৈরি করেছে।
শফিকুল আলম বলেন, “তিনি (ড. ইউনূস) চার বছরের কথা বলেননি। চার বছরের কথা যে কেউ বলেছেন, সেটি আসলে সংসদের মেয়াদ চার বছর করার জন্য কিছু ব্যক্তির দাবি ছিল। সেই প্রেক্ষিতে এটি আলোচনা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এমন কিছু বলা হয়নি।”
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এছাড়া, প্রেস সচিব আরও বলেন, “এই বিষয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার করা দরকার। ইন্টারভিউটি (ড. ইউনূসের) ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। সেখানে তিনি কেবল সংসদের মেয়াদ নিয়ে আলোচনা করেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কিছু বলেননি।”
এর আগে, সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৯) ফাঁকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ “সর্বোচ্চ চার বছর অথবা তারও কম হতে পারে।”
