হ-বাংলা নিউজ: আগামী ২০২৫ আইপিএল মৌসুমে অংশ নিতে মেগা নিলামে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। নিজের ভিত্তিমূল্য ১ কোটি রুপি কমিয়ে ১ কোটিতে নামিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে— ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে কি দলে নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি?
আইপিএলে সাকিব আল হাসান এখন পর্যন্ত ৮টি মৌসুম খেলেছেন, যার মধ্যে ৬ বার কলকাতা নাইট রাইডার্স এবং ২ বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। যদিও একসময় আইপিএলে নিয়মিত খেলার পর, গত মৌসুমে সাকিব কোনো দলে জায়গা পাননি। এখন তিনি জাতীয় দলেরও অংশ নন এবং পারফরম্যান্সের ধার কমে গেছে।
সর্বশেষ ২০২১ সালে আইপিএলে খেলা সাকিব ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়ে তার অবস্থা আরও খারাপ; শেষ ২৪ ইনিংসে তিনি মাত্র ১টি ফিফটি করেছেন। ২০২৩ বিশ্বকাপে ৭ ম্যাচে সাকিবের উইকেট ছিল মাত্র ৩টি। তাছাড়া, আইপিএলে তার স্ট্রাইক রেটও বর্তমান যুগের রানবন্যায় উপযুক্ত নয়। এসব কারণে, সাকিবের আইপিএলে দল পাওয়া অনেকটাই কঠিন মনে হচ্ছে।
তবে, এর মধ্যেও কিছু ইঙ্গিত মিলছে যে সাকিব আবারও আইপিএলে সুযোগ পেতে পারেন। এবং সেই ইঙ্গিতটি দিয়েছে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মেগা নিলামের কয়েকদিন আগে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছে, যেখানে রবীন্দ্র জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের ছায়াছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা হয়, “জাদেজার জমজ অলরাউন্ডার কে?” এই পোস্ট এবং ক্যাপশনে অনেকেই সাকিবের সাথে মিল খুঁজে পাচ্ছেন, যা চেন্নাইয়ের পক্ষ থেকে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
যদি চেন্নাই সত্যিই সাকিবকে দলে নেয়, তবে এটি কিছুটা অবাক করার মতোই হবে। তবে, চেন্নাই বরাবরই অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি একটি বিশেষ নজর দেয়, যেখানে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তরুণদের দিকে ঝুঁকেছে। চেন্নাই দল গঠনের সময় অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে থাকে, যা সাকিবের ক্ষেত্রে একটি বড় সুবিধা।
এখন প্রশ্ন হচ্ছে, চেন্নাই সুপার কিংস কি সত্যিই সাকিবকে দলে নিতে যাচ্ছে? তার উত্তর পাওয়া যাবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামের মাধ্যমে।
