হ-বাংলা নিউজ: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA) অভিযোগ করেছে, পূর্ববর্তী ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের সমর্থকরা এখনও গোপনে বিভিন্ন কৌশলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। সংগঠনটি এ বিষয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সতর্ক থাকতে এবং স্বৈরাচারের অপশক্তি যাতে মাথাচাড়া না দেয়, সে বিষয়ে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে।
১২ নভেম্বর BASA’র সভাপতি ড. মো. আনোয়ার উল্লাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুসারে কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় ও জেলা কমিটির সব সদস্যরা জনগণের পাশে থেকে উন্নয়নমূলক ও জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
অ্যাসোসিয়েশনটির দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরবময় অতীত উল্লেখ করে চিঠিতে বলা হয়, সুশীল সেবক হিসেবে জনগণের সেবা করার পাশাপাশি সদস্যরা তাদের পেশাগত মান, স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করেছেন। কিন্তু গত ১৫ বছর ধরে এই ঐতিহ্য ও গৌরব দুর্বল হয়ে পড়েছে, এবং এটি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এখনও অতীব জরুরি।
চিঠিতে আরও বলা হয়, BASA’র সদস্যদের মূলধন হচ্ছে পেশাগত দক্ষতা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সুশৃঙ্খল আচরণ, যা অন্যদের জন্য একটি আদর্শ হতে পারে।
ড. মো. আনোয়ার উল্লাহ তার চিঠিতে আরও উল্লেখ করেন, ‘‘ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের রাহুগ্রাস থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের লাখো ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে বৈষম্যহীন একটি দেশ গড়ার প্রত্যয়ে জনপ্রশাসনের ভূমিকা পরিবর্তিত প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’’ তিনি বলেন, ‘‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনসাধারণের আকাক্সক্ষা পূরণ এবং নতুন বাংলাদেশ নির্মাণে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করছে, যা দেশের সব মহলের প্রত্যাশা।’’ এ ক্ষেত্রে BASA’র সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে অন্তর্বর্তী সরকারের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার গুরুত্ব তুলে ধরা হয়।
অ্যাসোসিয়েশনটির সভাপতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘‘মাঠ পর্যায়ে কর্মরত নবীন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ তৈরি করা প্রয়োজন।’’ তিনি জানান, ‘‘এভাবে নবীন কর্মকর্তারা অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে মূল্যবান শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করতে পারবেন।’’
চিঠিতে তিনি আরও বলেন, ‘‘আপনি যখন জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত থাকবেন, তখন নবীন কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ, সহমর্মিতা এবং শৃঙ্খলাবোধ তৈরি করতে সাহায্য করতে পারবেন। এভাবে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য তাদের পরামর্শ দেওয়া এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার কাজ আরও ফলপ্রসূ হবে।’’
এছাড়া, BASA’র এই চিঠিতে একাধিকবার পুনর্ব্যক্ত করা হয় যে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সতর্ক ও সচেতন থাকার বিকল্প নেই, বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করার সময়, যাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন এবং দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে অবদান রাখতে সক্ষম হন।
