হ-বাংলা নিউজ: বলিউডে সুখী দম্পতি হিসেবে পরিচিত অভিনেত্রী কাজল ও অভিনেতা অজয় দেবগন। তবে কাজল ও শাহরুখ খানের মধ্যে সম্পর্ক ভালো হলেও, অজয় দেবগনের সঙ্গে শাহরুখের সম্পর্ক যে ভালো নয়—এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিপাড়ায়।
কাজল ও শাহরুখ খান একাধিক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন এবং তাদের পর্দার রসায়ন সবার নজর কেড়েছিল। শাহরুখ-কাজল জুটির মধ্যে এমন এক বিশেষ সম্পর্ক ছিল, যা প্রেমের ভাষার মতোই ছিল। তাদের চোখে চোখ রেখে একে অপরের অনুভূতি প্রকাশ করার ধরন দেখে অনেকেই প্রেমের আসল অর্থ শিখেছিল।
তবে শুধু পর্দায় নয়, তাদের সম্পর্ক নিয়ে বাস্তবেও অনেকবার আলোচনা হয়েছে। কাজল ও শাহরুখের সম্পর্ক একদম ভালো হলেও, অজয় দেবগনের সঙ্গে শাহরুখের সম্পর্ক যে মোটেই ভালো নয়—এমন গুঞ্জন মাঝে মাঝে শোনা যায়। এই গুঞ্জনের মধ্যে কাজল সোজাসুজি একটি স্পষ্ট প্রতিক্রিয়া দিয়েছিলেন।
২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন শাহরুখ ও কাজল। সেই সময় কাজল গুঞ্জনটি নিয়ে বলেন, “একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। হ্যাঁ, শাহরুখ ও অজয় হয়তো বন্ধু নয়। তারা একসঙ্গে পার্টিতে মদপান করতে দেখা যায় না, একসঙ্গে কোনো ছবিতেও কাজ করেনি, তাদের মধ্যে অনেক সময় দেখা সাক্ষাৎও হয় না। তবে এর মানে এই নয় যে, তারা একে অপরের শত্রু।”
এদিকে, ‘দিলওয়ালে’ ছবিতে কাজল অভিনয় করতে চাননি। কারণ তখন অজয় খুব ব্যস্ত ছিলেন এবং কাজলের সন্তানদের দেখাশোনা ছিল। তবে অজয় নিজেই কাজলকে এই ছবিতে কাজ করতে উৎসাহিত করেছিলেন। কাজল জানান, “অজয় বলেছিল, আমি যখন কাজ করব, তখন সে সন্তানদের দেখবে। যখন আমি বাড়িতে থাকব, তখন সে কাজ করবে।” এই কথার মাধ্যমে বোঝা যায় যে, কাজল ও অজয়ের মধ্যে কোনো সমস্যা নেই, বরং তারা একে অপরকে সহায়তা করে।
এছাড়াও, কাজলের বক্তব্য থেকে পরিষ্কার যে, শত্রুতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া দিয়ে তাদের সম্পর্ক চলছে।
