Title: ট্রাম্প-পুতিন ফোনালাপ নিয়ে ক্রেমলিনের দাবি: ‘সম্পূর্ণ মিথ্যা’

হ-বাংলা নিউজ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথোপকথনের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, রোববার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ না বাড়ানোর পরামর্শ দেন এবং ইউরোপে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি নিয়েও আলোচনা করেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে সাংবাদিকদের জানান, “এটি সম্পূর্ণ অসত্য এবং কল্পকাহিনী। এটি শুধুমাত্র মিথ্যা তথ্য। পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ হয়নি।”

পেসকভ আরও বলেন, “এটি একটি পরিষ্কার উদাহরণ যে, কিছু তথ্যের মান কতটা নিম্নমানের হতে পারে। এমনকি অনেক সময় অভিজ্ঞানী সংবাদ মাধ্যমেও এরকম মিথ্যা তথ্য প্রকাশিত হচ্ছে।”

ট্রাম্পের সঙ্গে পুতিনের ভবিষ্যতে কোনো যোগাযোগের পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে পেসকভ জানান, “এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই।”

এর আগে, বৃহস্পতিবার রাশিয়ার সোচির ব্ল্যাক সি রিসোর্টে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফোরামে প্রশ্নোত্তর পর্বে পুতিন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য আমি তাকে (ট্রাম্প) অভিনন্দন জানিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *