হ-বাংলা নিউজ: দ্বিতীয়বারের মতো আইএসও/আইইসি ১৭০২৫:২০১৭ অ্যাক্রেডিটেশন সনদ লাভ করেছে দেশের শীর্ষ ক্যালিব্রেশন সেবাদানকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড। সোমবার (১১ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ারুল আলম আনুষ্ঠানিকভাবে এই সনদ কোয়ালিটি ক্যালিব্রেশন-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম শামীম-এর হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিএবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর পরিচালক প্রকৌশলী মো. হাসান ইব্রাহিম এবং প্রকৌশলী মো. রুবেল মিয়া উপস্থিত ছিলেন।
কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড গত আট বছর ধরে দেশের ক্যালিব্রেশন সেবা খাতে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি দেশের কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর অঙ্গপ্রতিষ্ঠান কিউইএস প্রাইভেট লিমিটেড কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে ক্রেন, প্রেসার প্লান্ট, ভেসেল, লুজ গিয়ার পরীক্ষার পাশাপাশি পরিবেশগত পরিদর্শন সেবা প্রদান করছে। এছাড়া, প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড থেকে আইএসও/আইইসি ১৭০২০:২০১২ সনদও পেয়েছে।
আরও বিস্তারিত তথ্য জানার জন্য কোয়ালিটি ক্যালিব্রেশন সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর অফিসিয়াল ওয়েবসাইট www.qualitycalibrationbd.com পরিদর্শন করা যেতে পারে।00
