হ-বাংলা নিউজ: সংগীতশিল্পী বেবী নাজনীন আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে নেমেই তিনি কথা বলেন উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
শুরুতেই বেবী নাজনীন ৭১-এর শহীদদের এবং জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘‘এই আন্দোলন আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি তাদের কাছে চিরকাল কৃতজ্ঞ।’’
এছাড়া, বেবী নাজনীন অন্তর্বর্তী সরকারের প্রধান, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘ড. ইউনূসের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং আমাদের সংস্কৃতির জন্য নতুন সুযোগ তৈরি হবে।’’
সংবাদকর্মীদের অনুরোধে বেবী নাজনীন তার জনপ্রিয় গান ‘কাল সারা রাত’-এর দুটো লাইন গেয়ে শোনান। তিনি বলেন, ‘‘এবার থেকে আমি আবারও দেশে ফিরেছি, দর্শকদের সামনে আসব। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরে অনুভূতি একেবারে আলাদা। আমি চাই, আমাদের শিল্পীদের দলের বাইরে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে। শিল্পীরা দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন।’’
বেবী নাজনীন আরও জানান, ‘‘দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। গত জুনে বিএনপি চেয়ারপারসনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।’’
বেবী নাজনীন প্রায় সাড়ে চার দশকের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক বাংলা সঙ্গীতে একাধিক একক, দ্বৈত এবং মিশ্র অ্যালবামের শিল্পী হিসেবে তিনি দেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পী। তার সংগীতজীবন শুরু থেকে আজ অবধি তিনি বিভিন্ন অডিও মিডিয়া, বেতার, টেলিভিশন এবং দেশের পাশাপাশি বিদেশের মঞ্চেও সফলতার সঙ্গে তার শিল্পকর্ম তুলে ধরেছেন।
