হ-বাংলা নিউজ: ১৯৮৪ সালে মুক্তি পাওয়া অনুপম খের অভিনীত প্রথম ছবি ‘সারাংশ’ সিনেমাটি তাকে সব ধরনের দর্শকের সামনে নিয়ে আসে। মাত্র ২৮ বছর বয়সে ষাটোর্ধ্ব এক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন এই অভিনেতা। তিনি নিজেই একবার বলেছিলেন, “আমি জানতাম, যদি এই চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমি পরবর্তী চার দশক ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারব।” আজ তার ক্যারিয়ারের বিশাল অর্জন তার কথার প্রমাণ।
এখন পর্যন্ত তিনি পাঁচশোর বেশি ছবিতে অভিনয় করেছেন, তবে বলিউডে তার শুরুর সময়টা ছিল অত্যন্ত কঠিন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। বর্তমানে ৬৯ বছর বয়সী অনুপম খের অভিনয় থেকে অবসর নেওয়ার প্রশ্নই তোলেন না। বরং, নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য তিনি এখনও প্রস্তুত। তিনি বলেন, “আমাদের চারপাশে অনেক সময়েই মধ্যমেধার উদযাপন হয়। কিন্তু সেই মধ্যমেধার সঙ্গে লড়াই করেই নিজের জায়গা তৈরি করতে হয়, তা তো সবসময়ই মনে রেখেছি।”
তবে বলিউডে তার ক্যারিয়ার শুরু করার পথ সহজ ছিল না। কারণ, তিনি তরুণ বয়সে টাক পড়া শুরু করেছিলেন। এর ফলে প্রায়ই তাকে প্রযোজকদের মুখে শুনতে হতো, “সোনার মেডেল দিয়ে কী হবে? আপনি তো টাক পড়েছেন। আপনাকে তো পরিচালক বা চিত্রনাট্যকার হতে হবে।” কিন্তু এসব বাধা সত্ত্বেও হার মানেননি তিনি।
১৯৮৩ সালে, মুম্বাইয়ে পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন অনুপম। সেই সময়ে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য তিনি এক প্রযোজক থেকে অন্য প্রযোজকের কাছে ঘুরে বেড়াতেন। একদিন বাড়ির মালিক এসে বললেন, বাড়ি ভাড়া বাকি থাকার কারণে তারা আসবাবপত্র বাইরে বারান্দায় রেখেছেন। তবে অনুপম তার সংকটকে খুব একটা বড় কিছু মনে করেননি। তিনি বলেন, “সন্ধ্যার মধ্যে একজন প্রযোজকের কাছ থেকে দুই হাজার ১০০ টাকা নিয়ে বকেয়া ভাড়া পরিশোধ করি। আর যদি কোনো জায়গা না পেতাম, তবে সংবাদপত্র বিছিয়ে সমুদ্র সৈকতে রাত কাটাতে হতো।”
আজ, তার দীর্ঘ অভিনয় জীবনে পাওয়া অভিজ্ঞতাগুলি তাকে নতুন শিখতে, চ্যালেঞ্জ নিতে ও কঠিন সময় মোকাবিলা করতে সাহায্য করেছে। চলতি মাসে তার নতুন ছবি ‘বিজয় ৬৯’ ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে, যেখানে তিনি ৬৯ বছর বয়সী একজন বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন, যে ট্রায়াথেলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
