চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে আরেকটি বিধ্বস্ত হার, মিলানের কাছে ৩-১ গোলে পরাজয়

হ-বাংলা নিউজ: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘরের মাঠে আবারও বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন তারা ৩-১ গোলে পরাজিত হয়েছে এসি মিলানের কাছে। এটি ছিল রিয়ালের জন্য টানা দ্বিতীয় হার, যে মাঠে ২৭ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার বিপক্ষে হার ছিল তাদের। আর এর পরেই তারা ব্যালন ডি’অর থেকে হাতছাড়া করেছে।

ম্যাচের শুরুতেই রিয়াল বেশ কিছু আক্রমণ সৃষ্টি করেছিল, কিন্তু ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে দুটি সহজ সুযোগ মিস করেন। রিয়ালের আক্রমণের জবাবে মিলান কিছুটা প্রতিআক্রমণের দিকে ঝুঁকে ছিল, তবে প্রথমদিকে তাদের খুব বেশি সুযোগ মেলেনি।

১২ মিনিটে মালিক থিয়াওয়ের গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। এরপর ২৩ মিনিটে রিয়ালের ভিনিসিয়ুস পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান। কিন্তু মিলান তাদের দৃঢ় প্রতিরোধের মাধ্যমে রিয়ালকে গোল করতে বাধা দেয়। ফলস্বরূপ, ৩৯ মিনিটে আবারও রিয়াল মাদ্রিদ হতাশায় ভাসিয়ে এগিয়ে যায় মিলান।

ম্যাচের ৭৩ মিনিটে মিলান আরও এক দারুণ আক্রমণ গড়ে তিজানি রেইনডার্সের গোলের মাধ্যমে ৩-১ গোলে এগিয়ে যায়। রিয়াল তখন পুরোপুরি অবিশ্বাস্যভাবে পিছিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

এটি ছিল এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের তৃতীয় পরাজয়। গত মৌসুমে যেখানে তারা সব প্রতিযোগিতায় মাত্র দুটি ম্যাচ হারেছিল, সেখানে এবার ঘরের মাঠে তাদের দুই বার হারাই বিশেষ ভাবে নজরকাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *