স্পোর্তিং সিপির কোচ রুবেন আমোরিমের হাতে ব্রুনো ফার্নান্দেসদের দায়িত্ব তুলে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। তিনি ওল্ড ট্রাফোর্ডে ডাচ কোচ এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হচ্ছেন।

হ-বাংলা নিউজ: 

শুক্রবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত পোস্টে ইউনাইটেড জানিয়েছে, আগামী ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলদের দায়িত্ব নেবেন আমোরিম।

এই পর্তুগিজ কোচকে পেতে ইউনাইটেডকে দিতে হয়েছে বিপুল অঙ্কের অর্থ। স্পোর্তিংয়ে আমোরিমের রিলিজ ক্লজ ছিল ১ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৯ কোটি টাকা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আমোরিমকে পেতে ইউনাইটেডের খরচ হয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো, যা প্রায় ১৪১ কোটি টাকার সমান।

ইউনাইটেড জানিয়েছে, আমোরিমের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত, তবে এটি এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলস শিবিরে যোগ দিলেও, আমোরিমের প্রথম ম্যাচ হবে ২৪ নভেম্বর, ইপসউইচ টাউনের বিপক্ষে। কারণ চুক্তি অনুযায়ী, তিনি যে দিন (১১ নভেম্বর) ইউনাইটেডে যোগ দেবেন, সেদিনই শুরু হবে আন্তর্জাতিক বিরতি।

এখন কঠিন সময়ের মধ্যে ক্লাবটির দায়িত্ব নিতে চলেছেন আমোরিম, যখন ইউনাইটেড লিগ টেবিলে ১৪ নম্বরে অবস্থান করছে। সমর্থকদের আশা, আমোরিমের নেতৃত্বেই রেড ডেভিলরা ঘুরে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *