১ নভেম্বর ৫১ বছরে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।

হ-বাংলা নিউজ:  ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য নিয়ে নানা আলোচনা রয়েছে। অনেকের ধারণা, তিনি নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। কিন্তু এ সকল কথাকে গুরুত্ব না দিয়ে, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ত্বকে কোনো সার্জারি করেননি। বরং, তিনি গর্বিত যে জন্ম থেকেই তার গ্লোয়িং স্কিন রয়েছে।

ঐশ্বরিয়া তার সৌন্দর্য ধরে রাখতে খাদ্যাভাস ও প্রাকৃতিক রূপচর্চার উপর গুরুত্ব দেন। তিনি জানান, সৌন্দর্যের বিষয়ে কখনো আপস করেন না এবং এজন্য স্বাস্থ্যকর জীবনযাপন করেন।

বিশেষ করে ত্বকের স্বাস্থ্যের জন্য খাদ্যের প্রতি বেশ মনোযোগী ঐশ্বরিয়া। তিনি ভাজা খাবার, জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার, অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকেন। প্রচুর ফল-মূল ও শাক-সবজি গ্রহণ করেন, যা ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস ও খনিজের জন্য গুরুত্বপূর্ণ।

ত্বককে হাইড্রেটেড রাখতে তিনি ঘরে রান্না করা খাবার এবং প্রচুর পানি পান করেন। অভিনেত্রী পরামর্শ দিয়েছেন, শাক-সবজি ও ফল-মূলের গুরুত্ব অপরিসীম। এগুলো ত্বককে তরুণ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঐশ্বরিয়া প্রাকৃতিক উপাদানের সাহায্যে রূপচর্চা করেন। বেসন, দুধ ও হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করেন, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দই ও শসার রস ব্যবহার করেন।

তিনি প্রাকৃতিক উপাদানের উপরই বেশি বিশ্বাস করেন। এজন্য তার ত্বক এখনও তরুণ এবং স্বাস্থ্যকর। সৌন্দর্যচর্চার পাশাপাশি, ফিট থাকার জন্যও প্রচুর শাক-সবজি ও ফল-মূল খান এবং নিয়মিত শরীরচর্চা করেন।

ঐশ্বরিয়ার প্রিয় কসমেটিক ব্র্যান্ডগুলো হল- ম্যাক, ল্যাকমে, রেভলন ও মেবেলিন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ঘর থেকে বের হওয়ার সময় আইলাইনার ও মাশকারা ব্যবহার করেন। ঠোঁটে লিপস্টিক এবং গালে গোলাপি, পিচ ও বাদামি রঙের শেড ব্যবহার করতে পছন্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *