দেশে ফ্যাসিবাদের দোসরদের নির্মূল না করা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন অপ্রাসঙ্গিক: নাসির উদ্দিন পাটোয়ারী

হ-বাংলা নিউজ:  দেশে ফ্যাসিবাদের দোসরদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কবে হবে— এ প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “এখনো দেশ থেকে ফ্যাসিবাদের নির্মূল করা হয়নি। যতদিন পর্যন্ত ফ্যাসিবাদ সমূলে নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত নির্বাচনের প্রশ্ন অপ্রাসঙ্গিক।”

তিনি আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল আমাদের জাতীয় ঐক্যে না আসে, তবে আমরা তাদের বাদ দিয়ে জনগণকে নিয়ে ঐক্য গড়ে তুলব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ করব। আমরা এখনো বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। দেশের বৃহত্তর স্বার্থে আমরা সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণের জন্য বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি।”

রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তিনি বলেন, “আমরা গোলটেবিল বৈঠক চাই না। আমরা রাজপথে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। তাই কোনো রাজনৈতিক দল না আসলেও জনগণকে নিয়ে রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়টি রাজপথে সমাধান করব।”

সংবাদ সম্মেলনে ৭২ সালের মুজিববাদী সংবিধান বাতিল ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

আলোচনা শেষে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং জাতীয় পার্টি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে বলেছেন। তিনি বলেন, “যদি কোনো দল বাহাত্তরের সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণের দাবিতে ঐক্যের আহ্বানে না আসে, তাহলে তাদেরও আমরা ছাত্র-জনতার সঙ্গে মিলিত হয়ে বয়কট করব। আমরা বাহাত্তরের পচা-গলা সংবিধান মানবো না। বাহাত্তরের সংবিধান থাকলে রাজনৈতিক সংকট দূর হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *