হ-বাংলা নিউজ: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,০৩৯ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী, এবং তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে, এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,৯১৯ জন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৯২, ঢাকা বিভাগে ২১১, চট্টগ্রাম বিভাগে ১৪৯, খুলনা বিভাগে ১০১, বরিশাল বিভাগে ৭৭, রাজশাহী বিভাগে ৫১, ময়মনসিংহ বিভাগে ৩১, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩,৮১৮ জন ভর্তি আছেন।
