সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীসহ ১২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

হ-বাংলা নিউজ: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

নিষেধাজ্ঞার আবেদনে উল্লেখ করা হয়েছে, এই ১২ জনের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ড. মহিউদ্দিন খান আলমগীর, মন্নুজান সুফিয়ান এবং তার তিন আত্মীয়—শাহাবুদ্দিন আহমেদ, শামিমা সুলতানা হৃদয় ও এ এম ইয়াছিন। এছাড়া ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খানও অন্তর্ভুক্ত আছেন।

নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানাকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

এছাড়া পূর্বে দেওয়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ তার পরিবার—স্ত্রী লায়লা কানিজ, যিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তাদের সন্তান আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *