শিরোনাম: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও আবেদন আসেনি

হ-বাংলা নিউজ: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অর্থাৎ স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো কোনো আবেদন জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

রোববার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন। এদিন, পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এক সাংবাদিক শেখ হাসিনার বিষয়ে আলোচনা সংক্রান্ত প্রশ্ন করলে মুখপাত্র জানান, আজকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, কারণ এটি এখনও প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে, তখন আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেব।

এর আগে বিকালে ভারতীয় হাইকমিশনার গণমাধ্যমের সামনে জানান, বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট আলোচনা হয়নি।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি নিয়মিত বৈঠক ছিল। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি এবং আমাদের সম্পর্ক ইতিবাচক রয়েছে। তিনি বিশ্বাস করেন, এই সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে অবদান রাখবে।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশ একে অপরের ওপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *