প্রবাসী সরকার গঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

হ-বাংলা নিউজ:  কুমিল্লায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।কুমিল্লা সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা ফ্যাসিস্টদের এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত এবং আওয়ামী লীগের চক্রান্ত রুখে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।

রোববার দুপুরে কুমিল্লার সমন্বয়ক রুবেল হোসাইন ও আবু রায়হান যুগান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

ভারতে বসে প্রবাসী সরকার গঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রতিবাদে শনিবার রাতে কুমিল্লা নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমন্বয়করা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বহু নেতাকর্মী চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। সেখানে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে কুমিল্লা সীমান্তের ওপারে বিপুল সংখ্যক পলাতক আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়ে শেখ হাসিনাকে নিয়ে প্রবাসী সরকার গঠনের পাঁয়তারা করছে। এসব খবর দেশে ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা সোচ্চার হয়ে ওঠে এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য প্রস্তুতি নেয়।

রুবেল হোসাইন বলেন, কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার ত্রিপুরায় অবস্থান করছে। তারা সেখানে পলাতক নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করছেন। এই দম্পতি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

তিনি আরও বলেন, রাতে সীমান্ত পাড়ি দিয়ে আওয়ামী লীগের খুনিরা ভারতে গিয়ে জড়ো হচ্ছে, তাদের গোপন তথ্য আমাদের কাছে আছে।

আরেক সমন্বয়ক আবু রায়হান বলেন, সীমান্তের ওপারে হাসিনার অনুসারীরা একত্রিত হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, খুনি হাসিনা পালিয়ে থেকেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কুমিল্লা সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং সাবেক এমপি বাহার ও তার মেয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছে।

তিনি স্পষ্ট জানান, তাদের ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না এবং ফ্যাসিবাদের দালাল ছাত্রলীগ, যুবলীগ, টোকাই লীগকে শক্ত হাতে দমন করা হবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, কুমিল্লার মাটি ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তি চক্রান্ত করতে চাইছে, কিন্তু আমরা প্রস্তুত আছি। প্রয়োজন হলে কুমিল্লা থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *