হ-বাংলা নিউজ: মাসদুয়েকের মধ্যে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে দল গঠন করেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি, এবং কোচিং প্যানেলও সাজানো হচ্ছে। এ ধারাবাহিকতায় রংপুর রাইডার্স তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারকে।
শুক্রবার (১৮ অক্টোবর) সামাজিক মাধ্যমে একটি পোস্টে কোচ হিসেবে আর্থারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে তারা। পোস্টে লেখা হয়েছে, “রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! বিশ্বমানের কোচের নেতৃত্বে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।”
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার কোচিং ক্যারিয়ারে নিজের দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা ব্যাপক। আসন্ন বিপিএলে তাকে রংপুরের ডাগআউটে দেখা যাবে।
এবারের আসরে রংপুরের প্রধান তারকা হিসেবে থাকছেন সাবেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। পাশাপাশি গত আসরের অধিনায়ক নুরুল হাসান সোহানও দলে থাকছেন।
ড্রাফটের আগে রংপুর দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, এবং খুশদিল শাহকে। ড্রাফট থেকে তারা সৌম্য সরকার, তরুণ প্রতিভা নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং রাকিবুল হাসানকেও দলে নিয়েছে।
